সবুজ পাতা ফড়িং এর আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকের করণীয়

সবুজ পাতা ফড়িং সময়মত দমন করা না গেলে মারাত্মক ক্ষতিকর পোকা হয়ে উঠতে পারে। কেননা এ পোকা অনেকগুলি ভাইরাস রোগের বাহক। আর ভাইরাস রোগ একবার ছড়িয়ে পড়লে কোন ভাবেই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য এই পোকা দমন করা না গেলে সম্পূর্ণ ফসলই নষ্ট হয়ে যেতে পারে।

সবুজ পাতা ফড়িং এর ক্ষতির লক্ষণঃ

  • সবুজ বর্ণের এ পোকার পাখায় কাল দাগ থাকে। এরা টুংরো ও হলুদ বামন রোগ ছড়ায়।
  • পূর্ণবয়স্ক এবং নিম্ফ উভয় অবস্থায় এরা ক্ষতি করে।
  • এরা কান্ডের রস চুষে খায়।
  • গাছের বৃদ্ধি কমে যায় ও গাছ খাটো হয়।
  • এরা ক্ষণস্থায়ী হলদে রোগ, টুংরো ও হলুদ বাসন নামক ভাইরাস রোগ ছড়ায়।

সবুজ পাতা ফড়িং এর আক্রমণের পর্যায়ঃ বাড়ন্ত পর্যায়, চারা।

সবুজ পাতা ফড়িং ফসলের যে অংশে আক্রমণ করেঃ কচি পাতা, পাতা।

সবুজ পাতা ফড়িং এর যেসব স্তর ক্ষতি করেঃ পূর্ণ বয়স্ক।

সবুজ পাতা ফড়িং এর আক্রমণ কি কারণে হয়েছেঃ
সবুজপাতা ফড়িং সাধারণত বৃষ্টিনির্ভর এবং সেচনির্ভর নিম্নভূমির পরিবেশে দেখা যায়। এদের উচ্চভূমির পরিবেশে দেখা যায় না। পূর্ণ বয়সী ও শিশু পোকা উভয়েই পাতার মধ্যাংশ এবং পত্রখোলের চেয়ে পৃষ্ঠীয় অংশই বেশি খেয়ে থাকে। অধিক নাইট্রোজেনযুক্ত ধান গাছও এদের প্রিয়। এ পোকাকে তেমন গুরুতর ক্ষতিকারক পোকা হিসাবে গন্য করা হয় না, কারন এরা শুধু আরটিভি সংক্রমণে ক্রিয়াশীল।

সবুজ পাতা ফড়িং এর দমন ব্যবস্থাপনাঃ


সবুজ পাতা ফড়িং এর জৈবিক দমনঃ

  • শুষ্ক মৌসুমে আগাম রোপনের ব্যবস্থা নিন এবং ধান প্রধান নয় এমন ফসল দিয়ে ফসলচক্র তৈরী করুন।
  • আলোক ফাঁদ ব্যবহার করে পোকার প্রজনন কমানো যায়।
  • বিকল্প পোষক কমাতে জমির কিনারা এবং ভেতরের আগাছা দমন করুন।


সবুজ পাতা ফড়িং এর রাসায়নিক দমনঃ

  • অনুমোদিত হারে নাইট্রোজেন সার ব্যবহার করুন।
  • হাত জালে প্রতি একশত টানে ৪০-৫০ টি সবুজ পাতাফড়িং পাওয়া গেলে অনুমোদিত বালাইনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহার করা যেতে পারে। যেমন- আইসোপ্রোকার্ব, এসিফেট, এসিটামিপ্রিড, ইমিডাক্লোরপিড জাতীয় বালাইনাশক ১০ দিন পর পর ২-৩ বার বিকালে স্প্রে করুন।

সাবধানতাঃ

  • বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে, একই গ্রুপের বালাইনাশক একই পোকা দমনের জন্য পর্যায়ক্রমে প্রতি মৌসমে ব্যবহার না করে বিভিন্ন গ্রুপের বালাইনাশক ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়।
  • জমি আগাছা মুক্ত রাখতে হবে।
  • ফসল কাটার পর জমির নাড়া পুড়িয়ে ফেলা।
  • আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।

+ There are no comments

Add yours